রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দুর্গাপূজা সাম্য ও মৈত্রীর প্রতীক : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

দুর্গাপূজা সাম্য ও মৈত্রীর প্রতীক : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দুর্গাপূজা হলো সাম্যের ও মৈত্রীর প্রতীক। দুর্গাপূজা শুধু সনাতনী সমপ্রদায়ের উৎসবই নয়, এটি এখন বাংলাদেশের মানুষের সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনায় শারদীয় দুর্গোৎসব পালন করা হয়।

বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধন অটুট রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস সব ধর্মের মানুষকে তার ভালোবাসার বন্ধনে জড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান। 

গত মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাতৃ সম্মেলন ও বস্ত্র দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

টিএইচ